ঢাকা     মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে সংঘাতে নিহত ২০০০ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৩৪, ১৩ জানুয়ারি ২০২৬
ইরানে সংঘাতে নিহত ২০০০ মানুষ

ইরানে দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতার বিরুদ্ধে তীব্র দমন-পীড়নের ফলে নিরাপত্তা কর্মীসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে।

এই প্রথমবারের মতো কর্তৃপক্ষ স্বীকার করেছে যে দুই সপ্তাহ ধরে দেশব্যাপী চলমান অস্থিরতার বিরুদ্ধে তীব্র দমন-পীড়নের ফলে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে।

আরো পড়ুন:

এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী উভয়ে রয়েছেন। তাদের মৃত্যুর জন্য সন্ত্রাসীরা দায়ী বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।

ভয়াবহ অর্থনৈতিক অবস্থার কারণে সৃষ্ট এই অস্থিরতা কমপক্ষে তিন বছর ধরে ইরানের ধর্মীয় শাসকদের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ তৈরি করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার জানিয়েছিলেন, ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভগুলো প্রথমে ‘শান্তিপূর্ণ ও বৈধ’ ছিল, কিন্তু দ্রুতই তা পথ হারায় এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদসহ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় দেশের বিরুদ্ধে একটি ‘সন্ত্রাসবাদী যুদ্ধে’ রূপ নেয়। নিরাপত্তা বাহিনী প্রথমে ‘শান্ত ও সংযমের’ সঙ্গে বিক্ষোভ মোকাবিলা করেছিল, কিন্তু পরে ‘সশস্ত্র সন্ত্রাসী’ গোষ্ঠীগুলো বিক্ষোভে অনুপ্রবেশ করে এর গতিপথ ঘুরিয়ে দেয়।”

তবে সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ব্যবসা করা যেকোনো দেশের পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প আরো জানিয়েছেন, এই দমন-পীড়নের জন্য ইরানকে শাস্তি দেওয়ার জন্য তিনি আরো সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়