ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে নোবেল শান্তি পদক দিয়ে দিলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৯, ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নোবেল শান্তি পদক দিয়ে দিলেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদান করেছেন। ট্রাম্প সেই পদক গ্রহণও করেছেন। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাচাদো। মার্কিন বাহিনী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার এবং মাদক পাচারের মামলায় অভিযুক্ত করার কয়েক সপ্তাহ পরে এই সাক্ষাৎ ঘটলো।

আরো পড়ুন:

মাচাদো জানিয়েছেন, বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ব্যক্তিগত বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে তার নোবেল পদকটি উপস্থাপন করেছেন।

ট্রাম্পের সাথে দেখা করার পর মাচাদো বলেছেন, “আমি মনে করি আজ আমাদের ভেনেজুয়েলার জন্য একটি ঐতিহাসিক দিন।”

ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “আজ ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোর সাথে দেখা করা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। মারিয়া আমার কাজের জন্য আমাকে তার নোবেল শান্তি পুরষ্কার প্রদান করেছেন। পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন।”

মাচাদো হোয়াইট হাউসে পদকটি রেখে গেছেন এবং এটি বর্তমানে ট্রাম্পের দখলে রয়েছে বলে জানিয়েছে সিএনএন।

ট্রাম্প দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা পোষণ করেছেন। ২০২৫ সালে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মাচাদোকে এই পুরস্কার দেওয়া হলে ট্রাম্প তার অসন্তুষ্টি প্রকাশ করেন। ওই সময় মাচাদো তার পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগাভাগি করার প্রস্তাব দিয়েছিলেন। তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানিয়ে দেয়, বিজয়ীর পদবি ভাগাভাগি বা হস্তান্তর করা যাবে না। তবে পদকের মালিকানা পরিবর্তন হতে পারে।

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের সাথে বৈঠকে মাচাদো তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে রদ্রিগেজের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করা ওয়াশিংটনের জন্য ভুল ছিল। তার বিরোধী জোটকে সরকারের দায়িত্বে রাখা উচিত। অবশ্য এ ব্যাপারে এখনো ওয়াশিংটনের প্রতিক্রিয়া জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়