ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এত বড় জিহ্বা!

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১১ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এত বড় জিহ্বা!

স্টোয়েবার্লের ‍চার ফুট লম্বা জিহ্বা

ডেস্ক রিপোর্ট : এত বড় জিহ্বা কেউ দেখেছেন কি? ফিতা ধরে দেখা গেছে, লম্বায় ৪ ইঞ্চির বেশি। প্রকৃত দৈর্ঘ ৪ দশমিক ১ ইঞ্চি। অবশ্য আপনার জিহ্বাটিও মেপে দেখতে পারেন। কারণ এরচেয়ে বেশি লম্বা হলেই আপনার নাম উঠে যাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

 

বিশ্বের সবচেয়ে লম্বা জিহ্বার মালিক এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কৌতুক অভিনেতা স্টোয়েবার্ল। ২০১৫ সালে ১০টি পৃথক বিষয় গিনেস বুকে নাম লেখাচ্ছে। তার মধ্যে স্টোয়েবার্লের জিহ্বাও রয়েছে।

 

স্টোয়েবার্ল ভাঙলেন স্টিফেন টেলরের বিশ্বরেকর্ড। এতদিন স্টিফেনের ৩.৮৬ ইঞ্চির জিভটাই ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম। চিনা প্রবাদে বলে, ‘একটা তিন ইঞ্চির জিহ্বা সাত ফুট মানুষকেও ধরাশায়ী করতে পারে।’ তাহলে স্টোয়েবার্লের জিহ্বাকে নিয়ে কী বলা যাবে?

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ২০১৫ সংখ্যায় (৬৭তম সংস্করণ) স্টোয়েবার্লের লম্বা জিভের পাশাপাশি আর যেসব বিষয় ঠাঁই পেয়েছে তা হলো- বাহুর চাপে সবচেয়ে বেশি আপেল ভাঙা, বিড়ালের লম্বা ঝাঁপ,সবচেয়ে বড় ইলেকট্রিক গিটার, সবচেয়ে লম্বা টিনেজার, সবচেয়ে ছোট বিড়াল প্রভৃতি।

তথ্যসূত্র : প্যারেড অনলাইন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়