ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাপিয়া দম্পতির অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১ জনের সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৩:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩
পাপিয়া দম্পতির অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১ জনের সাক্ষ্য

আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি সাক্ষ্য  দিয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে তিনি সাক্ষ্য দেন। তার সাক্ষ্য শেষে আদালত আগামী ২ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

আরো পড়ুন:

এ নিয়ে মামলাটিতে ১১ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

২০২০ সালের ৪ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাপিয়ার বিরুদ্ধে মোট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।

২০২১ সালের মার্চ মাসে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন শাহীন আরা মমতাজ। ওই বছরের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়