ঢাকা     রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩০

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এএসপি সোহেল

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ২০ সেপ্টেম্বর ২০২৩  
ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এএসপি সোহেল

ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বরখাস্তকৃত সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দীন প্রিন্স।

বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর ভারপ্রাপ্ত বিচারক সাবেরা সুলতানা খানমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তারপক্ষে জামিন শুনানি করে অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৫ জুলাই বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আমলে গ্রহণ করে সোহেল উদ্দীন প্রিন্সের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

সোহেল উদ্দিন প্রিন্স বর্তমানে বরখাস্ত আছেন। তিনি ৩৬ বিসিএস পরীক্ষার  মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ  দিয়েছিলেন।

গত বছরের ২৩ নভেম্বর সোহেল উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী এক নারী। 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীও একজন সরকারী কর্মকর্তা। পরিচয়ের সুবাদে এএসপি সোহেল উদ্দীনের সঙ্গে তার বিয়ের কথা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সোহেল উদ্দীন বাদীকে রমনা পুলিশ অফিসার্স মেসে আসতে বলে। সেখানে  তার আত্মীয়-স্বজন উপস্থিত থেকে কাজীর মাধ্যমে বিবাহ হবে বলে জানায় ওই পুলিশ কর্মকর্তা। বাদী ওই দিন সন্ধ্যা ৭টায় তার আত্নীয়-স্বজনসহ রমনা পুলিশ অফিসার্স মেসে উপস্থিত  হয়ে সোহেল উদ্দীন ছাড়া আর কাউকে দেখতে না পেয়ে প্রশ্ন করলে আসামি জানায়, কিছুক্ষণের মধ্যে সবাই এসে যাবে। বাদী সরল বিশ্বাসে আসামির সঙ্গে কথা বলতে থাকেন। কথাবার্তার এক পর্যায়ে সোহেল বাদীকে খুন করার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করেন।

 ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়