ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এ্যানি-খায়রুল কবিরসহ ২৮ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৪:১৩, ২৭ নভেম্বর ২০২৩
এ্যানি-খায়রুল কবিরসহ ২৮ জনের বিচার শুরু

ফাইল ছবি

পাঁচ আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা বেআইনি সমাবেশ, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। একই সাথে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

আরো পড়ুন:

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুরসহ প্রমুখ।

এদিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করেন পুলিশ। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী চার্জগঠনের বিষয়টি নিশ্চিত করেন। ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে বেআইনি, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করেন।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়