ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৪  
শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

শেখ হাসিনা (ফাইল ফটো)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তি গুলিতে নিহতে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম এ মামলা করেন। আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের গুলিতে বাবুল হাওলাদার গুলিবিদ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়