ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬৩৯

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬৩৯

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরো ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ১৮ দিনে এ নিয়ে মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হলো ডেভিল হান্ট অপারেশনে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরো ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯৯৯ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৩৮ জনকে।

এছাড়া ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে পুরাতন বিদেশি পিস্তল একটি, এলজি একটি, পিস্তলের ম্যাগাজিন একটি, শর্টগানের শীসা কার্তুজ একটি, ধারালো চাপাতি একটি, ধারালো বটি একটি এবং দুটি ছোরা উদ্ধার হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে দেশে একযোগে শুরু হয়েছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়