মাদ্রাসাছাত্র হত্যা মামলায় দুই আ. লীগ নেতা রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

ঢাকার লালবাগ থানায় দায়ের হওয়া মাদ্রাসাছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায় চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম রাডো এবং কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক কবির হোসেন তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অসুস্থতা ও বয়স্ক বিবেচনায় তাদের রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করা হয়।
এ সময় আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান সিরাজুল ইসলাম। আদালত অনুমতি না দিলেও কথা বলেন তিনি। সিরাজুল ইসলাম বলেন, ‘‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমি আহত হয়েছি। শেখ হাসিনা আমাকে ভারতে চিকিৎসা করিয়েছেন।’’ এরই মাঝে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১২ মার্চ একই মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার এক দিন পরে লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় একটি বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদ্রাসাছাত্র শাহেনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ওই বছরের ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা/মামুন/রাজীব