ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

বংশালে বাসায় ঢুকে যুবককে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:১২, ১৫ এপ্রিল ২০২৫
বংশালে বাসায় ঢুকে যুবককে হত্যা

পুরান ঢাকার বংশালে বাসায় ঢুকে বিপ্লল গাজী (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল)  সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় টাকা লুটের জন্য এ ঘটনা ঘটেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নয়ন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

ঢাকা/মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়