ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১৮ মে ২০২৫   আপডেট: ১৭:৪৪, ১৮ মে ২০২৫
অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে

নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেত্রীকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেম ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুজন হক।

এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।

নুসরাত ফারিয়া ছাড়াও ওই মামলা আসামি করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

ঢাকা/এম/আর

সর্বশেষ

পাঠকপ্রিয়