ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীসহ হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২৩ জুন ২০২৫   আপডেট: ২০:৪৪, ২৩ জুন ২০২৫
স্ত্রীসহ হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া হাছান মাহমুদের একটি জিপ গাড়ি জব্দের আদেশও দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন গালিব আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

আরো পড়ুন:

২১ ব্যাংক হিসাবের মধ্যে হাছান মাহমুদের নয়টি ব্যাংক হিসাবে রয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৬৬৪ টাকা। তার স্ত্রীর ১২ ব্যাংক হিসাবে আছে, ১ কোটি ৬১ লাখ ২২ হাজার ৪৬১ টাকা। 

দুদকের সহকারি পরিচালক আল-আমিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক পৃথক আবেদন করেন।

ঢাকা/এম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়