ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদাবরে পুলিশ সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম, আটক শতাধিক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২ সেপ্টেম্বর ২০২৫  
আদাবরে পুলিশ সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম, আটক শতাধিক 

ঢাকার আদাবরে পুলিশ সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একশ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান এ তথ্য জানান। 

তিনি জানান, সোমবার রাতে ৯৯৯-এ একটি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় পৌঁছায়। সেখানে থাকা পুলিশ সদস্য আল আমিনকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া, আরও দু'জন আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্য আল আমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়