ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলের সাবেক এমপি কবিরুল ঢাকায় গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫
নড়াইলের সাবেক এমপি কবিরুল ঢাকায় গ্রেপ্তার

কবিরুল হক মুক্তি। ফাইল ফটো

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে দুদকও মামলা করেছে। তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি পুলিশ।

কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে কবিরুল হক সংসদ সদস্য পদ হারান। 

আওয়ামী লীগের অন্যান্য নেতার মতো মুক্তিও আত্মগোপনে চলে যান। তবে শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার হলেন গুলশান থেকে।

ঢাকা/মাকসুদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়