ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৮

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১০ জানুয়ারি ২০২৬  
রাজধানীতে ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৮

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, মিরপুর মডেল থানা ২৭ জন, শেরেবাংলা নগর থানা ১০ ও যাত্রাবাড়ী থানা ১১ জনকে গ্রেপ্তার করেছে। 

আরো পড়ুন:

শুক্রবার (৯ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা হলেন— জাহাঙ্গীর মন্ডল, মো. সাজ্জাত হোসেন, শাহ আলম, নাঈম, অন্তর চন্দ্র বিশ্বাস, সোহান মিয়া, মোহাম্মদ বিল্লাল, মো. বাবু, শামীম মুন্সী, মো. তারেক, ওয়াহিদুল ইসলাম, ইসতিয়াক আহমেদ, আবুল কাসেম, মো. শান্ত, মেহেদী হাসান বাবু, ইব্রাহিম খলিল, মো. ইমদাদুল হক, মো. হাসিব, মো. সুমন, মো. পিয়াল, মো. রবিউল ইসলাম, মো. আক্তার হোসেন, মো. আব্দুস সালাম, মো. শুভ, মো. আবুল হায়াত, মো. রতন শেখ ও গোপালী বেগম। 

একই দিনে শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে।  তারা হলেন— মো. মাহাবুব আলম, মো. সোহেল রানা, মো. আরিফ হোসেন, মো. রাসেল, মো. হুমায়ুন, মো. আজহারুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, আরাফাত, প্রেম ও মো. শাওন। 

যাত্রাবাড়ী থানা পুলিশ অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন— আকাশ,  মো. আপন, তাসিন, রোমান, মো. কাওসার শেখ, মো. বাবর হোসেন, মো. সুজন, আপন, মো. আশিক, মো. জহিরুল ইসলাম ও শেখ মাশরেকুল কাইয়ুম। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়েছে।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়