ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুকশেলফে বই ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৫ জুন ২০২৪   আপডেট: ১১:৪২, ৫ জুন ২০২৪
বুকশেলফে বই ভালো রাখার উপায়

বুকশেলফ। ছবি: সংগৃহীত

বইপ্রেমী মানুষ জানেন বই মনের সৌন্দর্য বাড়ায় আর বইভর্তি শেলফ ঘরের সৌন্দর্য বাড়ায়। কিন্তু প্রিয় বইগুলোতে ধুলো জমে গেলে চিকিৎসক আপনাকে বুকশেলফ থেকে দূরে থাকার পরামর্শ দিতে পারেন। আবার যত্নের অভাবে বুকশেলফে রাখা বইগুলো পোকায় কাটতে পারে, ধুলায় ধূসর হতে পারে। কয়েকটি উপায়ে বই ভালো রাখতে পারেন।

বইগুলো মাঝে মধ্যে রোদে দেওয়া উচিত। ছাদে দেওয়ার ব্যবস্থা থাকলে মাদুর বা পাটি বিছিয়ে বইগুলো রোদে দিতে পারেন। এই সুযোগ না থাকলে অন্ততপক্ষে বারান্দায় রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

আরো পড়ুন:

নিমপাতা কাগজে মুড়িয়ে বুকশেলফে রাখতে পারেন। এতে পোকামাকড় বইয়ের ভেতর বাসা বাঁধবে না। একই উপায়ে শুকনো মরিচও রাখতে পারেন।

কাগজে মুড়িয়ে এক টুকরো কর্পূর আর কয়েকটি গোলমরিচ রাখতে পারেন বুকশেলফে।

বুকশেলফে ন্যাপথলিন রাখলেও পোকামাকড় দূরে থাকবে।

/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়