ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

চা দিয়ে চুলের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২ জুলাই ২০২৫   আপডেট: ০৯:২৫, ২ জুলাই ২০২৫
চা দিয়ে চুলের যত্ন নেবেন যেভাবে

ছবি: প্রতীকী

বর্ষায় চুলের যত্নে চা ব্যবহার করতে পারেন। চুলের যত্নে দীর্ঘদিন ধরেই চা ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে চুলের জন্য গ্রিন টি বা চায়ের লিকার ব্যবহার করা হয়। 

গ্রিন টি হোক বা কালো চা— যেকোন চাই অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এতে এঅ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে এতে। চায়ে রয়েছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান।

আমেরিকার কেশচর্চা শিল্পী গ্রিচেন ফ্রিজ বলেন, ‘‘কালো চা এবং গ্রিন টি দুই-ই চুলের পরিচর্যায় ব্যবহার হয়। কোনটি চুলের জন্য বেশি ভালো কাজ করবে তার ফলাফল কিছুটা নির্ভর করে কোন ধরনের চা বেছে নেওয়া হচ্ছে সেটির গুণমানের ওপর।’’

চা চুলের স্বাস্থ্য  ভালো রাখতে এবং মাথার ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে।  চুল বৃদ্ধিতে কার্যকর।

আরো পড়ুন:

বিশেষজ্ঞদের মতে, ‘‘গ্রিন টি-তে থাকে বি ভিটামিন ও পেন্থানল (বি৫)। পেন্থানল চুল মজবুত এবং আর্দ্র রাখতে সাহায্য করে। এই উপাদানের প্রভাবে চুল মসৃণ হয়। কালো চা প্রাকৃতিক ভাবে কালো রাখে বিশেষ করে যাদের চুলে পাক ধরেছে তাদের জন্য এই চা ভালো। আর যারা চুল পড়া রোধ করতে চান তাদের জন্য গ্রিন টি বা সবুজ চা ভালো। গ্রিন টি-তে থাকা পলিফেনল এবং ক্যাফিন চুল মজবুত করে। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট মাথার ত্বকের ত্বক ভাল রাখতে সাহায্য করে। এতে থাকা প্রদাহনাশক উপাদান জ্বালা, চুলকানির সমস্যা কমায়।’’

কীভাবে ব্যবহার করবেন?

গরম পানি চা পাতা মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর এই চায়ের পানি ছেঁকে নিতে হবে। এ ছাড়া গরম পানিতে টি ব্যাগ ভিজিয়ে রেখেও চায়ের পানি বানিয়ে নিতে পারেন। এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। তারপর এই পানি ঘরের তাপমাত্রায় এলে চুলে ব্যবহার করতে পারেন।

প্রথমে শ্যাম্পু করে নিন।  এরপর স্ক্যাল্প ও চুলে চা পাতা ভেজানো জল স্প্রে করে নিন। এবার ১০-২০ মিনিট অপেক্ষা করে কন্ডিশনার মেখে আবার চুল ধুয়ে নিন। সপ্তাহে এক বার ব্যবহারই যথেষ্ট। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়