রুনা খানের এতো জামদানি দেয় কে?
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
রুনা খান
জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের জামদানি প্রেমের কথা অজানা নয়। দেশি ঐতিহ্যবাহী এই শাড়ির লুকে নিজেকে উপস্থাপন করতেও ভালোবাসেন তিনি। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান আর ফটোশুটে রুনার জামদানির সাজ হৃদয় কেড়ে নেয় সবার। আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ ও স্বভাবজাত হাসিতে সহজে দৃষ্টি কেড়ে নেন তিনি।
শুধু ফটোশুটের জন্যই নয়, জামদানির প্রতি রয়েছে তার প্রকৃত ভালোবাসা।
কালো জামদানিতে ঝলমলে রুনা খান
রুনা খান বলেন, ‘আমার তো বহুদিনের সংসার। প্রায় ১৬ বছর ধরে সংসার করছি। আর আমি যেহেতু জামদানি ভালোবাসি, সুতরাং আমার বর আমাকে বছরে বেশ কয়েকটি জামদানি উপহার দেয়। বছরে চারটা জামদানিতো আমি পাবোই।’
রুনা খান আরও বলেন, ‘‘জন্মদিনে, বিবাহবার্ষিকীতে, রোজার ঈদে, কুরবানির ঈদে। এরপর যদি কোনো বার বিশেষ কিছু ঘটে যায় তখনও জামদানি পাই।’’
হল্টার নেক ডিজাইনের ব্লাউজের সঙ্গে কৃষ্ণচূড়া থিমের লাল পরেছেন রুনা খান। দেখতে উচ্ছ্বল, আর সিন্ধ লাগছে তাকে।
ঢাকা/লিপি