ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনলাইন ডেটিংয়ে ৬টি বিষয় মেনে চলার চেষ্টা করুন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:২৬, ৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন ডেটিংয়ে ৬টি বিষয় মেনে চলার চেষ্টা করুন

ছবি: প্রতীকী

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দুই প্রান্তের দুইজন অচেনা মানুষ অনেক সময় একজন আরেকজনের প্রেমে পড়ে যান। অনলাইন ডেটিংয়ের মাধ্যমে একটু একটু করে এগিয়ে যায় সেই সম্পর্ক। ডেটিংয়ের শুরুর দিকটা অনেক গুরুত্বপূর্ণ। শুরুতেই ভুল হলে সম্পর্ক বেশিদূর এগোয় না, কারণ অন্যপক্ষ আগ্রহ হারিয়ে ফেলেন। যারা অনলাইন ডেটিংয়ে নতুন, তারা কয়েকটি দিক মনে রাখতে পারেন। 
সঙ্গে সঙ্গে উত্তরের আশা করবেন না
অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে কারও সঙ্গে কথা বলতে চাইলে এক বার বার্তা পাঠানোর পর অন্তত তিন-চার ঘণ্টা সময় দিন উত্তরের জন্য। তার কাছ থেকে সঙ্গে সঙ্গে উত্তরের আশা না করাই ভাল। শুরুর দিকে কথা সংক্ষিপ্ত করুন। তাকে বার বার মেসেজ করে বিরক্ত করবেন না। যদি বিরক্ত করেন, তাহলে তিনি প্রথম থেকেই আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।

খুব বেশি অপেক্ষা করাবেন না
আপনি যদি প্রশ্নের উত্তর পেয়ে যান তাহলে উল্টো দিকের মানুষটির উত্তর আসার পর ধন্যবাদ জ্ঞাপন করুন। ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই আবার একবার কথা বলুন তার সঙ্গে।

আরো পড়ুন:

ফোন নম্বর চাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আগ্রহ না দেখানোই ভালো
ফোন নম্বর চাওয়ার বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখাবেন না। প্রথম কয়দিন মেসেজ আদান-প্রদান করুন।

অপর প্রান্তের মানুষের পছন্দ-অপছন্দ জানার আগ্রহ দেখান
কারও সঙ্গে কথা বলতে শুরু করলে নিজের সম্পর্কে ভালো ভালো কথা না বরে, অন্য প্রান্তের মানুষটির পছন্দ-অপছন্দের বিষয়ে জানার আগ্রহ দেখান। সারাক্ষণ নিজের সম্পর্কে বলে চললে তিনি আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।

তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করুন
অনলাইনে আলাপ শুরু হওয়ার পরে প্রথমেই দেখা করার জন্য উদ্গ্রীব হবেন না। আগে দুইজন-দুইজনকে জানার চেষ্টা করুন। তাকে বিভিন্ন রকম প্রশ্ন করুন। অপরপ্রান্তের মানুষটিকে খুশি করার জন্য তার ভাল দিকগুলো নিয়ে আলোচনা করুন। এ ভাবে আগে মন জয় করুন। তার পরেই দেখা করার প্রস্তাব দিন।

নিজে আগ্রহ হারালে তাকে স্পষ্ট জানিয়ে দিন
আর কথা এগোতে না চাইলে স্পষ্ট ভাবে জানিয়ে দিন। অযথা কারও সময় নষ্ট করবেন না।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়