ষষ্ঠীর সারাদিনের সাজপোশাক
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
ষষ্ঠীর সকালে ঘুরতে বের হবেন? তো কী ঠিক করলেন, সাবেকি নাকি পাশ্চাত্য ঘরানার পোশাক বেছে নেবেন? যে পোশাকই পরুন না কেন, একটু স্বাচ্ছন্দ্যের পোশাক পরাই ভাল।
ষষ্ঠীর সকালের সাজপোশাক
এ ক্ষেত্রে একটা সুতির শর্ট ড্রেস আর স্নিকার্স পরে নিতে পারেন। সুতি শাড়ি পরলে তার সঙ্গে ফ্ল্যাট হিল পরাই ভালো। এতে শরীরের ওজনে ভারসাম্য থাকবে।
রূপ বিশেষজ্ঞরা বলছেন, ‘দিনের বেলা খুব বেশি কড়া মেকআপ না করাই ভালো।’ সুতরাং হালকা মেকআপ করে বের হতে পারেন। এক কথায় ষষ্ঠীতে নিজেকে ‘নো মেকআপ’ লুকে সাজাতে পারেন। তবে প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না! হালকা মেকআপও দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমার ভূমিকা রাখতে পারে। তারপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে একটু ফাউন্ডেশন আর কম্প্যাক ব্যবহার করুন।
চোখ সাজাতে হালকা শেডের আইশ্যাডো আর কাজল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লাইনার না পরলেও চলবে। খুবই সামান্য পরিমাণে হাইলাইটার ও ব্লাশ নিন। আর ঠোঁটে থাকতে পারে ন্যুড শেডের লিপস্টিক!
ষষ্ঠীর বিকালের সাজপোশাক
ষষ্ঠীর বিকেলে পূজা মণ্ডপের উদ্বোধন হয়। তখন আবার একটু সাবেকি সাজে নিজেকে সাজাতে পারেন। শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতে পারেন।
রাতের সাজে একটু কড় মেকআপ করতে পারেন। চোখে থাকতে পারে স্মোকি কাজল। সেক্ষেত্রে আই মেকআপ চড়া হলে লিপস্টিক লাইট হওয়াই ভালো। আর চুলে দিতে পারেন মেসি টপ বান।
ঢাকা/লিপি