ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুরা চুইংগাম গিলে ফেললে কী ক্ষতি হয়?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ১১ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:০৪, ১১ অক্টোবর ২০২৫
শিশুরা চুইংগাম গিলে ফেললে কী ক্ষতি হয়?

ছবি: প্রতীকী

শিশুরা চুইংগাম চিবিয়ে খেতে পছন্দ করে। অনেক সময় ইচ্ছা করে অথবা অসচেতনভাবে চুইংগাম গিলে ফেলে। 

যুক্তরাষ্ট্রের ‘জার্নাল আব পেডিয়াট্রিকস’-এ প্রকাশিত একটি গবেষণার তথ্য, ‘‘শিশুরা যদি একাধিক চুইংগাম গিলে ফেলে, তবে তা অন্ত্রে বাধা তৈরি করতে পারে।’’

চুইংগাম পেটে গেলে যা ঘটে

চুইংগাম গিলে ফেললে অন্যান্য হজম না হওয়া খাবারের অংশের সঙ্গে মিশে যায়। এরপর এসব উপাদান মিলেমিশে ‘বেজোয়ার’ নামের একটি আঠালো পিণ্ডের মতো তৈরি করে ফেলে। পরে এই পিণ্ড বড় হয়ে গেলে  অন্ত্রের পথকে পুরোপুরি বন্ধ করে দেয়। 

চুইংগামের ভেতরের যে চিনি ও ফ্লেভার থাকে সেটা সাধারণত হজম প্রক্রিয়াতেই গলে যায়। আর বাকি যে শক্ত গাম বা আঠালো অংশটি থাকে, সেটা অক্ষত অবস্থাতেই অন্ত্রের মধ্য দিয়ে চলতে শুরু করে। 
সাধারণত গিলে ফেলার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সেই চুইংগাম স্বাভাবিকভাবে মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়।

উল্লেখ্য, বড়রা মাঝে মধ্যে দুর্ঘটনাবশত চুইংগাম গিলে ফেললে খুব বেশি ক্ষতির কারণ নেই। তবে শিশুরা বিশেষ করে এই ঝুঁকির মধ্যে থাকে। কারণ, তাদের পরিপাকতন্ত্র তুলনামূলকভাবে অনেক ছোট হয়। শিশুরা চুইংগাম গিলে ফেললে দীর্ঘস্থায়ীভাবে কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভুগতে শুরু করতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়