ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:২৫, ২ নভেম্বর ২০২৫
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়

ছবি: সংগৃহীত

মানুষ যুগ যুগ ধরে স্বর্ণ জমিয়ে আসছে। এর পেছনে অর্থনৈতিক নিরাপত্তা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিনিয়োগের মতো বিষয়গুলো প্রধান ভূমিকা পালন করে থাকে। এছাড়াও রয়েছে নানা কারণ। 

বিনিয়োগ এবং আর্থিক নিরাপত্তাগত বিষয়
স্বর্ণকে স্থিতিশীল সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি এবং স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ার সময়ে অন্যান্য সম্পদের তুলনায় স্বর্ণ-এর মূল্য সাধারণত স্থিতিশীল থাকে বা বাড়ে। 

আরো পড়ুন:

ছবি: সংগৃহীত

সহজ বহনযোগ্যতা এবং তারল্য (Liquidity)
স্বর্ণ সহজে সংরক্ষণ এবং পরিবহন করা যায়। দ্রুত প্রয়োজনে নগদ টাকায় রূপান্তর করার সুবিধাও রয়েছে। যার ফলে সঞ্চয়ের মাধ্যম হিসেবে এটি মানুষের কাছে খুব জনপ্রিয়।

সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব
বিশ্বের প্রায় প্রত্যেক সংস্কৃতিতে স্বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে। বিয়েতে উপহার হিসেবে স্বর্ণ ব্যবহার করা দীর্ঘদিনের ঐতিহ্য। 

সামাজিক মর্যাদার প্রতীক
স্বর্ণ সম্পদ, ক্ষমতা এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়। তাই স্বর্ণ জামাতে মানুষের আগ্রহের কমতি নেই।

বংশগত সম্পত্তি
স্বর্ণ উত্তরাধিকার বা হেয়ারলুম (heirloom) হিসাবে হস্তান্তর করা হয়ে থাকে। যা এক প্রজন্মের আবেগগত এবং ঐতিহ্যগত মূল্য হিসেবে অন্য প্রজন্ম জমা রাখে।

আবেগগত আকর্ষণ
স্বর্ণের উজ্জ্বলতা এবং সৌন্দর্য মানুষের মনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ধাতুর অপরিবর্তনীয় বৈশিষ্ট্যই এটিকে চিরন্তনতার প্রতীক করে তুলেছে। 

সূত্র: দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়