ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীতে চুল ‘ডিপ কন্ডিশনিং’ করার উপায়

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:০৭, ১৪ নভেম্বর ২০২৫
শীতে চুল ‘ডিপ কন্ডিশনিং’ করার উপায়

ছবি: প্রতীকী

শীতে চুল কোমলতা হারাতে শুরু করে। ডিপ কন্ডিশনিং চুলের স্বাস্থ্য, কোমলতা এবং উজ্জ্বলতা ফিরিয়ে দেয়। ডিপ কন্ডিশনিংয়ের আগে হালকা গরম নারকেল তেল বা জলপাই তেল চুলে ম্যাসাজ করে নিতে পারেন। এরপর ধাপে ধাপে ডিপ কন্ডিশনিং করে নিন।

প্রথম ধাপ

আরো পড়ুন:

প্রথমে শ্যাম্পু দিয়ে আপনার চুল ভালোভাবে ধুয়ে নিন। শ্যাম্পু করার পর চুল থেকে অতিরিক্ত পানি তোয়ালে দিয়ে মুছে নিন, কারণ ভেজা চুলে কন্ডিশনার ভালোভাবে মিশতে পারে না।

দ্বিতীয় ধাপ

আপনার চুলের দৈর্ঘ্য ও ঘনত্বের ওপর নির্ভর করে পর্যাপ্ত পরিমাণে ডিপ কন্ডিশনার নিন। চুলের ডগা থেকে শুরু করে ওপরের দিকে কন্ডিশনার লাগান। চুলের প্রতিটা অংশে যেন কন্ডিশনার লাগে, তা নিশ্চিত করুন। প্রয়োজনে একটি চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করে কন্ডিশনারটি সমানভাবে ছড়িয়ে দিন। তবে চুলের গোড়া বা মাথার ত্বকে কন্ডিশনার লাগাবেন না, লাগালে মাথার ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে।  

তৃতীয় ধাপ

প্যাকেটের নির্দেশানা অনুসরণ করুন, সেই অনুযায়ী কন্ডিশনারটি চুলে নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিন। সাধারণত এটি ৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে। ওই সময়ের মধ্যে কন্ডিশনারটি চুলের গভীরে প্রবেশ করে পুষ্টি যোগাবে। এই প্রক্রিয়াটিকে আরও কার্যকর করতে আপনি একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখতে পারেন। যাতে শরীর অধিক শীতল হয়ে না যায়।

চতুর্থ ধাপ

নির্দিষ্ট সময় পর ঠান্ডা বা হালকা গরম পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন। ঠান্ডা পানি চুলের কিউটিকল বন্ধ করতে এবং উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। 

চুল অতিমাত্রায় রুক্ষ হয়ে গেলে সপ্তাহে ‍দুইবার চুলে ডিপ কন্ডিশনিং করতে পারেন। আপনার চুল শুষ্ক, তৈলাক্ত, কোঁকড়া বা রঙ করা কিনা তার ওপর ভিত্তি করে সঠিক পণ্য বেছে নিন। 

নিয়মিত ডিপ কন্ডিশনিং আপনার চুলকে নরম, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে দারুণ কার্যকর হতে পারে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়