ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মহীয়সীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহীয়সীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সামাজিক ও মানবিক মূল্যবোধের অনলাইন নিউজ পোর্টাল ‘মহীয়সী’ (www.mohioshi.com) ছয় বছর পার করে সাত বছরে পা দিয়েছে।

এ উপলক্ষ‌্যে সোমবার (৭ অক্টোবর) বিকেলে চাঁদপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যতিক্রমধর্মী নিউজ পোর্টাল মহীয়সীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল, ‘গাহি সাম্যের গান-/যেখানে আসিয়া এক হয়ে গেছে/সব বাঁধা-ব্যবধান।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহীয়সীর সহ-সম্পাদক মুরশিদা সাথী। তিনি বলেন, ‘মহীয়সীর স্বপ্নটাও নজরুলের এই ‘সাম্যবাদী’ কবিতার মতো। ছোট-বড়, সাদা-কালো, নারী-পুরুষ, হিন্দু-মুসলিমে কোনো বৈষম্য নয়। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করাই মহীয়সীর স্বপ্ন।’

তিনি আরো বলেন, ‘সমাজের নানা অনাচার, শোষণ, নিপীড়নে মানুষের মন জর্জরিত। মানুষ চায় একটু আশার বাণী শুনতে। সেই লক্ষ্যে ২০১৩ সালের আজকের এই দিনে মহীয়সীর পথ চলা শুরু।’

এদিকে, সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মহীয়সী পরিবার। কুরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর গান, কবিতা, ছড়া আবৃত্তি ও সাহিত্য আলোচনা করা হয়।

স্থানীয় লেখক ও সমাজসেবীর পাশাপাশি প্রতিভাবান এক ঝাঁক শিশু-কিশোর অনুষ্ঠানে যোগ দেয়। ভেদাভেদ ভুলে শিশু-কিশোরদের ভালো মানুষ হওয়ার, পড়াশোনা ও বই পড়ার গুরুত্ব বোঝানো হয়। সবশেষে সবাইকে নিয়ে কেক কাটা হয়।

কাজের ক্ষেত্রে ভিন্ন স্বাদের পাশাপাশি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনেও ভিন্ন পদক্ষেপ নিয়েছেন মহীয়সী কর্তৃপক্ষ। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন ঢাকাকেন্দ্রীক না করে তারা ঢাকার বাইরে ছুটছেন।

প্রতিবছর ভিন্ন ভিন্ন জেলায় তারা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার চাঁদপুরে আয়োজন করা হলো বলে জানিয়েছেন মহীয়সীর সহ-সম্পাদক মুরশিদা সাথী।


ঢাকা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়