ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত পেরিয়ে আটে পা মহীয়সীর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ২৩:৫৬, ৮ অক্টোবর ২০২০
সাত পেরিয়ে আটে পা মহীয়সীর

মানবিক মূল্যবোধের প্ল্যাটফর্ম অনলাইন নিউজ পোর্টাল মহীয়সী সাত পেরিয়ে আট বছরে পদার্পণ করেছে।

সাত বছর আগে এই দিনে ‘মানবিক মূল্যবোধের প্ল্যাটফর্ম’ মহীয়সীর (www.mohioshi.com) আবির্ভাব হয়। যার শ্লোগান ‘গাহি সাম্যের গান, যেখানে এসে এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান।’ 

এবারে মহীয়সীর প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য- ‘নারীর জন্য চাই নিরাপদ রাষ্ট্র, নির্যাতনের হোক অবসান।’

প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, জৈন-খৃষ্ঠান, ধনী-গরিব সবাইকে এক হয়ে নৈতিক, মানবিক এবং সামাজিক মূল্যবোধ ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন মহীয়সীর সম্পাদক শারমিন আকতার। 
মহীয়সী মূলত আর্টিকেল ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। নানা ধরনের প্রবন্ধ, নিবন্ধ, গল্প-কবিতার মাধ্যমে সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালনে পাঠকদের উদ্বুদ্ধ করা এবং মানুষের বিবেক জাগিয়ে দিয়ে নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধক ভিত্তিক সমাজ নির্মাণই এর উদ্দেশ্য।   

প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। তবে এবার করোনার কারণে ভার্চুয়াল-ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

নির্বিঘ্নে সামনে এগিয়ে যাক মহীয়সী। মসৃণ হোক আগামীর পথচলা।

ঢাকা/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়