Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির প্রীতিভোজ ও সম্মেলন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৩০ মার্চ ২০২১  
বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির প্রীতিভোজ ও সম্মেলন

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার উদ্যোগে প্রীতিভোজ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সব সংবাদকর্মী একসঙ্গে কাজ করার পাশাপাশি সবাই একই প্ল্যাটফর্মে মিলিত হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয়। মার্চ মাস অনেক তাৎপর্যপূর্ণ।  এই মাসেই বঙ্গবন্ধুর জন্ম, ৭ মার্চের ভাষণ এবং ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা। যা বাঙালি জাতির জন্য অনেক গুরুত্ববহ। এই সময়ে ব্যক্তি স্বার্থ না দেখে সামষ্টিক স্বার্থের কথা ভেবে সবাইকে কাজ করার আহ্বান জানান।

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, স্বাধীনতা আন্দোলনে সূঁতিকাগার হলো  ময়মনসিংহ।  বৃহত্তর ময়মনসিংহ ইতিহাস, ঐতিহ্য, গৌরব চেতনা ধরে রাখতে হবে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি সভাপতি মোল্লা জালাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ঢাকা/মনির/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়