ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

বিএসআরএফের কার্যনির্বাহী সদস্য হলেন রাইজিংবিডির আসাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২২ জুন ২০২৫   আপডেট: ২২:২৩, ২২ জুন ২০২৫
বিএসআরএফের কার্যনির্বাহী সদস্য হলেন রাইজিংবিডির আসাদ

আসাদ আল মাহমুদ

বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঠক প্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আসাদ আল মাহমুদ।

রবিবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

আরো পড়ুন:

দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন আসাদ আল মাহমুদ। তিনি সাংবাদিকতা জীবনে আমার সংবাদ, বিবার্তা ২৪ ডটনেট, আমাদের সময়, ভোরের ডাক ও বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

পেশাগত সংগঠনের পাশাপাশি আসাদ আল মাহমুদ ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্র্যাব, বিএসআরএফ, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি), জবি মিডিয়া ক্লাব, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি ঢাকা, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর সদস্য। তিনি নিজ জেলা ঝালকাঠিতে অবস্থিত নেছারিয়া ক্লাব, কাঁচাবালিয়া নেছারিয়া হাফেজি মাদরাসা ও ইয়াতিমখানার পরিচালকের দায়িত্বও পালন করছেন।

বিএসআরএফ নির্বাচনে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব ৭০ ভোট পেয়েছেন।

কালের কণ্ঠের মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল) ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম ও মোহাম্মদ আকতার হোসেন যথাক্রমে ৪৯ ও ৪১ ভোট পেয়েছেন।

কমিটির সহ-সভাপতি হয়েছেন মাইনুল হোসেন পিন্নু (গ্রিন টিভি), সাংগঠনিক সম্পাদক মাহমুদ আকাশ (জনকণ্ঠ), অর্থ সম্পাদক এম এইচ রবিন। যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ (বাংলা নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (আলোকিত বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন আটজন। তারা হলেন- মো. রবিউল ইসলাম (৭৮ ভোট), তোফাজ্জল হোসেন (৭৪ ভোট), আসাদ আল মাহমুদ (৭০ ভোট), মুহম্মদ আব্দুল মতিন (মতিন আব্দুল্লাহ) (৬৯ ভোট), আয়নাল হোসেন (৬২ ভোট), মো. রাকিব হাসান (৫৫ ভোট), শফিকুল ইসলাম (৫৩ ভোট),
মো. রেজাউর রহিম (৪২ ভোট)।

নির্বাচনে মোট ১৫৬ জন ভোটারের মধ্যে ১৫১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে চারটি ব্যালট ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল করা হয়।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়