ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসটিভি বায়ান্নর যাত্রা শুরু

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১৯ জুলাই ২০২৫  
এসটিভি বায়ান্নর যাত্রা শুরু

গণতন্ত্র, মিডিয়া ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসটিভি বায়ান্ন লিমিটেড।

শনিবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা ইউনিভার্সিটির সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, এসটিভি বায়ান্নর ব্যবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম সাগর প্রমুখ।

ভার্চুয়াল মাধ্যমে সভাপতির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মিলন মল্লিক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম,  মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসটিভি বায়ান্নর বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম সাঁচি। আলোচনা সভা শেষে কেক কেটে চ্যানেলটির উদ্বোধন ঘোষণা করা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়