ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক মাহাবুব হোসেনের দাফন সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১১ অক্টোবর ২০২৫  
সাংবাদিক মাহাবুব হোসেনের দাফন সম্পন্ন

এনটিভি ও আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে মাহাবুব হোসেন সারমাতের কবরে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসূন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানা পাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মাহবুব হোসেন সারমাত (৫৪)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়