ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ডেইলি সান কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক তাসভীর উল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস), ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন, অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।
ঢাকা/এসবি