সাংবাদিকরা সামাজিক ডাক্তার: মাহফুজ আনাম
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, “আমি সাংবাদিকতাকে মনে করি, উই আর সোশ্যাল ডক্টর, আমরা সামাজিক ডাক্তার। আমি যখন একটা ডাক্তারের কাছে যাই, কেন যাই? আমি জানতে চাই, আমার শারীরিক কোনো অসুখ আছে কি না, দুর্বলতা আছে কি না, আমার কোলেস্টেরলের অবস্থা কী, আমার ভিটামিনের অবস্থা কী অর্থাৎ আমার নেগেটিভ ইস্যুগুলোই জানতে চাই। আমি ডাক্তারের কাছে এটা শুনতে যাই না যে, ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, ইউ আর লুকিং ভেরি বিউটিফুল।”
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ তিনি এসব কথা বলেন।
সংবাদপত্রে বিনিয়োগকারীদের উদ্দেশে মাহফুজ আনাম বলেন, আপনারা যারা সংবাদপত্রে বিনিয়োগ করেন, তাদেরকে ধন্যবাদ। আপনারা যদি আপনাদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতাকে বাধ্য করেন, তাহলে সেই সাংবাদিকতা কিন্তু জনগণ গ্রহণ করবে না। সংবাদপত্রের মালিকপক্ষের একটি ‘কোড অব কন্ডাক্ট’ রাখার অনুরোধ রইল।
গণমাধ্যমের সম্পাদকদের উদ্দেশে তিনি বলেন, “একজন সম্পাদকের ব্যক্তিগত ও পেশাগত আচরণ পুরো প্রতিষ্ঠান ও পেশাকে প্রভাবিত করে। সম্পাদক হিসেবে নৈতিকতা ও পেশাগত মূল্যবোধ থেকে বিচ্যুতি ঘটলে শুধু প্রতিষ্ঠান নয়, পুরো সাংবাদিকতাই ক্ষতিগ্রস্ত হয়।”
বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে ডেইলি স্টারের সম্পাদক বলেন, “স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন সাংবাদিকতা একে অপরের পরিপূরক। কনটেম্পট অব কোর্ট যেন স্বাধীন সাংবাদিকতা দমনের হাতিয়ার না হয়। বিচার বিভাগের কর্মকাণ্ড সম্পর্কেও জনগণের জানার অধিকার আছে।”
ঢাকা/রায়হান/রফিক