ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ২০৪১ এর স্বপ্নপূরণ অসম্ভব: অর্থমন্ত্রী

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ২০৪১ এর স্বপ্নপূরণ অসম্ভব: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ২০৪১ সালের স্বপ্নপূরণ অসম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কনফারেন্স কক্ষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা ও নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।। অনুষ্ঠানটি আয়োজন করে এনবিআর। এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিদ্যমান শিক্ষা কাঠামো দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রত্যাশা করি তা সম্ভব না। বর্তমান শিক্ষা ব্যবস্থা টেকনোলজি বেইজড নয়। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, বর্তমান ও আগামীর চাহিদা পূরণ অসম্ভব। এজন্য শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়