ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পে সাংসদদের রাখার সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্পে সাংসদদের রাখার সুপারিশ

জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প গ্রহণের সময় সংসদ সদস্যদের (এমপি) সম্পৃক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এই ধরনের প্রকল্প গ্রহণের সময় স্থানীয় জনগণের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় রাখারও সুপারিশ করে কমিটি।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।

বৈঠকে স্পেনের মাদ্রিদ অনুষ্ঠিতব্য কপ-২৫ সম্মেলনে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি, নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প নিয়ে আলোচনা হয়। কপ-২৫ সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রণালয়, সিভিল সোসাইটি একই মতৈক্যে আছে সেই বিষয়টি তুলে ধরার সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটি বিশ্ব পরিবেশ বিপর্যয় নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাব আনতে সিদ্ধান্ত গ্রহণ করে।


ঢাকা/আসাদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়