ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘স্বাস্থ্যের উন্নয়নে দরকার ভেজাল মুক্ত খাবার’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৭, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘স্বাস্থ্যের উন্নয়নে দরকার ভেজাল মুক্ত খাবার’

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শুধু হাসপাতাল তৈরি ও চিকিৎসার উন্নয়ন নয় মানুষের স্বাস্থ্যের উন্নয়নে দরকার ভেজাল মুক্ত খাবার।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বঙ্গবাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন আধুনিক খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘যে এলাকায় করোনা সংক্রমণের হার বাড়বে সেসব এলাকা লকডাউন করা হবে।’

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষাগারে ঢাকাবাসীকে নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করবে। খাদ্য পরীক্ষাগারে ইতিমধ‌্যে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন বসানো হয়েছে।’

তিনি বলেন, ‘রাজধানীর সেসব ওয়ার্ডে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সেসব এলাকা পর্যায়ক্রমে লকডাউন করা হবে। তেজকুনিপাড়া এলাকায় লকডাউনের কিছু সফলতা আমরা পেয়েছি।’

এ সময় মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন,  ‘আধুনিক খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে ঢাকাবাসী যেন নিরাপদ খাদ্য পেতে পারে তা নিশ্চিত করতেই কাজ করবে।  খাদ্য নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে কাজ করবে পরীক্ষাগারটি।’

তিনি আরও বলেন, ‘যেকোনো খাদ্য সামগ্রীর মান নির্ণয়ের জন্য সিটি করপোরেশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কিন্তু খাদ‌্য সামগ্রীর মান নির্ণয়ে আমাদের স্বয়ংসম্পূর্ণতা ছিল না। আজকের এই ল্যাবের শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলাম।’

স্থানীয় কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়