ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সংসদ নির্বাচনে ই-ভোটিং চালুর দাবি

আহমদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৫ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদ নির্বাচনে ই-ভোটিং চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে অনুষ্ঠিতব্য নির্বাচনে কারচুপি বন্ধে ইলেক্ট্রনিক ভোটিং (ই-ভোটিং) চালুর দাবি জানিয়েছে সর্বজন বিপ্লবী দল।

 

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ইনামুল হক বলেন, বাংলাদেশের গণতন্ত্রে জাল ভোট বা ভোট চুরি নতুন কিছু না। বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যে সরকার দলের সমর্থকরা কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে তার কোনো সন্দেহ নাই। এ বিষয়কে কেন্দ্র করেই নির্বাচনে বহু লোকের প্রাণহানি ঘটেছ। তাই সনাতন পদ্ধতি বাতিল করে ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণ করা দরকার।

 

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। উল্লেখযোগ্য দাবি হলো- সংসদ নির্বাচনসহ সব নির্বাচনে ই-ভোটিং পদ্ধাতি চালু করা। এক ব্যক্তিকে সরকার প্রধান ও দলের প্রধান করা যাবে না। ৪ বছর জাতীয় সংসদের মেয়াদ নির্ধারণ করতে হবে। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন নিশ্চিত করতে হবে।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব তুসার রেহমান, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জুলফিয়া আক্তার রিতা প্রমুখ।  


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৬/আহমদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়