ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নিয়ে সিমলার অভিযোগ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৯ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নিয়ে সিমলার অভিযোগ

‘নিষিদ্ধ প্রেমের গল্প` সিনেমার একটি দৃশ্য

রাহাত সাইফুল : দুই বছর আগে রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প` সিনেমার কাজ শুরু হয়। গতকাল এ সিনেমার শেষ অংশের শুটিং হয়েছে। এ সময় সিনেমাটির পরিচালক ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলার সঙ্গে বাজে ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। সিমলা নিজেই সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন। এদিকে সিনেমাটির পরিচালকও পাল্টা অভিযোগ তুলেছেন সিমলার বিরুদ্ধে।

এ প্রসঙ্গে সিমলা রাইজিংবিডিকে বলেন, ‘আশা-তিশা মাল্টিমিডিয়ার ব্যানারে শ্যামল কান্তির প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। আমি এ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির প্রযোজক রুবেল আনুশকে দিয়ে কাজটি করাবে না। তাই তিনি অন্য প্রযোজককে নিয়ে কাজ করাবেন। এরকম হলে আমি তো কাজটি করতে পারি না। কারণ আমি চুক্তি করেছি আগের প্রযোজকের সঙ্গে। এ সিনেমার কাজ শেষ হয়নি বরং ঝামেলা শুরু হলো। প্রযোজকের অনুমতি ছাড়া চুরি করে শুটিং করছেন পরিচালক।’

তিনি আরো বলেন, ‘আমি আজকে জানতে পারলাম, পরিচালক সমিতির অনুমতি না নিয়েই রুবেল সিনেমার কাজটি করছেন। এমনকি পরিচালক সমিতিতে এ সিনেমার নামও নিবন্ধন করা নেই।’

সিনেমার পরিচালক রুবেলের ‘শুটিং সেটে সিমলা গতকাল দেরি করে উপস্থিত হয়েছেন’ এমন অভিযোগের জবাবে সিমলা রাইজিংবিডিকে বলেন, ‘আমি দেরি করে যাইনি। আমি ঠিক সময়ই গিয়েছি। আমি তা প্রমাণ করতে পারব। তাদের লাইটে সমস্যা ছিল।’

তিনি আরো বলেন, ‘শুটিং স্পটে গিয়ে আমি প্রযোজক সংক্রান্ত সমস্যা জানতে পারি। রুবেল আনুশ আমার সঙ্গে তখন খুব খারাপ ব্যবহার করেছে। এতে আমি হতবাক হয়েছি। কারণ একজন জুনিয়র পরিচালক সিনিয়র শিল্পীর সঙ্গে এমন দৃষ্টিকটু ব্যবহার করে কীভাবে! এ অধিকার তাকে কে দিয়েছে?’

এখন কি এ সিনেমার কাজ আপনি করছেন না? এমন প্রশ্নের জবাবে সিমলা বলেন, ‘এ সিনেমার কাজ আমি করছি না তা নয়। প্রযোজকই এ সিনেমা করছেন না। তাছাড়া এ সিনেমার পারিশ্রমিকও এখনও পুরোটা পাইনি। এবং আমার শিডিউল নিয়েছে অনেক আগেই। কিন্তু তাদের সমস্যার কারণে এতদিন শুটিং করতে পারিনি।’

এ প্রসঙ্গে রুবেল আনুশের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পরিচালক সমিতি থেকে অনুমতি নেইনি। পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করা হয়নি। আমার ইচ্ছে ছিল সিনেমার কাজ শেষে করে এসব কাজ করব।’

সিনেমার বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমার সিক্যুয়েন্সের কাজ আগেই শেষ করেছিলাম। বাকি ছিল গানের শুটিং। সিনেমাটিতে চারটি গান ছিল, এর মধ্যে তিনটি গানের শুটিং শেষ করেছি। একটি গানের কিছু শট বাকি ছিল, যা গতকাল আমরা করছিলাম। নায়িকা সিমলার একদিনের এই ঝামেলায় এ সিনেমার একটি গান বাদ দিতে হয়েছে।’

পরিচালক সমিতির অনুমতি ও নাম নিবন্ধন প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান রাইজিংবিডিকে বলেন, ‘রুবেল আনুশ নামের কোন পরিচালক আমাদের সমিতিতে নেই। এবং এ নামের কাউকে পরিচালক সমিতি থেকে অনুমতি দেয়া হয়নি। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের কোন সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়নি।’

সিমলার সঙ্গে খারাপ ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘সিমলাকে যদি রুবেল নামের এই ছেলেটি অপমান-অপদস্থ করে থাকে এবং এ বিষয়ে সিমলা পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ করলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আশা তিশা প্রযোজিত এ চলচ্চিত্রে সিমলার সঙ্গে মূল চরিত্রে অভিনয় করছেন ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত মামুন। এছাড়া আরো অভিনয় করেছেন আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়