ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঞ্চল্যকর সেই ঘুষ কেলেঙ্কারি

দায়মুক্তি পেলেন ডিসি নজরুল

এমএআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১২ নভেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দায়মুক্তি পেলেন ডিসি নজরুল

দুদকের লোগো ও মোল্লা নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১২ নভেম্বর: কোটি টাকা ঘুষ গ্রহণের দায় থেকে মুক্তি পেলেন ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলাম।

সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে মোল্লা নজরুল ইসলামকে বাদ দিয়ে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তবে একই অভিযোগে দুই এসআইকে অভিযুক্ত করে মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন।

দুদক সূত্র জানায়, ঘুষ গ্রহণের অভিযোগের সঙ্গে মোল্লা নজরুলের কোন সম্পৃক্ততা না থাকায় তাকে আসামি করা হয়নি।

অপরদিকে এক কোটি টাকা ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত থাকার দায়ে ডিবি উত্তরের সাবেক এসআই আবুল হাসনাত খন্দকার এবং বংশাল থানার  এসআই মোহাম্মদ জুয়েল মিঞার বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদ দিয়েছে কমিশন।

১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে।

চলতি সপ্তাহেই রাজধানীর রমনা থানায় দুদক উপ-পরিচালক নাসিম আনোয়ার বাদি হয়ে মামলাটি দায়ের করবেন বলে রাইজিংবিডিকে জানান।

জানা যায়, গত ৬ এপ্রিল রাতে গুলশানের বাসা থেকে ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামকে বিনা কারণে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ছেড়ে দেয়ার শর্ত হিসেবে আবিদুল ইসলামের কাছে এক কোটি পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ডিবির এসআই আবুল হাসনাত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ঘুষের টাকা উত্তোলন করেন। এরপর ৭ এপ্রিল এক কোটি টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়, যা ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে।

ঘুষ কেলেঙ্কারির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ বিভাগসহ সারাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ডিসি নজরুলকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

 

রাইজিংবিডি / এম এ আর / রাপা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়