ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবাইকে কঠোরভাবে লকডাউন মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৪০, ৪ এপ্রিল ২০২১
সবাইকে কঠোরভাবে লকডাউন মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী  

সংসদে বক্তব‌্য রাখছেন প্রধানমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে কঠোরভাবে লকডাউন মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের জীবন সবার আগে। তাই করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার জন‌্য আহ্বান জানাচ্ছি। জীবন আর জীবিকার সমন্বয়ে এই করোনাকালেও অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার। তবে সবার আগে গুরুত্ব পাবে জীবন, তাই স্বাস্থ্যবিধি সবাইকেই মেনে চলতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিলেও আমরা অর্থনীতির গতি সচল রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি অর্জনেও অন্যান্য দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আমরা আগে আছি। কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো নির্দেশনা দিয়ে দিয়েছি। সেই নির্দেশনা যাতে মানুষ যথাযথভাবে পালন করে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।’

ঢাকা/ হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়