ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খেলাঘরের আজ ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২ মে ২০২১   আপডেট: ১৯:২৬, ২ মে ২০২১
খেলাঘরের আজ ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

দেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’। আজ সংগঠনটির ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫২ সালের ২ মে পুরান ঢাকার বংশালে সংগঠনটি যাত্রা শুরু করে।

খেলাঘর দেশের প্রাচীনতম শিশু-কিশোর সংগঠন। কবি হাবিবুর রহমান, সাংবাদিক-প্রাবন্ধিক-রাজনীতিক সত্যেন সেন, রনেশ দাস গুপ্ত, কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সার এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন নানাভাবে। তাদের স্পর্শেই আলোকিত হয়েছে খেলাঘর।

রোববার (২ মে) খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী বলেন, ‘প্রতি বছর দিনটি স্মরণে কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশের শাখা আসরগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু পবিত্র রমজান ও করোনা মহামারির কারণে আজ দিনটি মহাসমারোহে উদযাপিত হচ্ছে না। দিনটি ভার্চুয়ালি পালিত হচ্ছে। আজ দুপুর আড়াইটায় কেন্দ্রীয়ভাবে জুম মিটিং-এর মাধ্যমে আমরা আলোচনা সভায় যুক্ত হয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘আজ সারা দেশ থেকে আগত শাখা আসরগুলোর অনুষ্ঠানের অংশ বিশেষ ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আপলোড করা হবে।’ 

দেশে খেলাঘরের ছয়শ’র অধিক শাখা আসর রয়েছে। প্রথম শাখা আসর হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে ঢাকার জেলখানা রোডে দীন মোহাম্মদ নবীর নেতৃত্বে গঠিত ‘আমাদের খেলাঘর’।

এদিকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা খেলাঘরের সকল সহকর্মী ভাই-বোনদের ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়া করোনায় আক্রান্ত সকলের দ্রুত আরোগ্য ও মৃতদের আত্নার মাগফেরাত কামনা করেছেন। সবাইকে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরার্মশ দিয়েছেন তিনি। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন খেলাঘরের বর্তমান সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী রথিন সেন, ড. কাজী মোজাম্মেল হক, প্রিন্সিপাল মোখলেছুর রহমান সাগর। 

ঢাকা/ হাসিবুল

সর্বশেষ

পাঠকপ্রিয়