‘নিহতদের অনেককে চেনার উপায় নেই’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকায় হাশেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে আগুনে পুড়ে মারা যাওয়াদের অনেককে চেনার উপায় নেই। অনেকের কঙ্কাল বা হাড়গোড় প্লাস্টিকের মোড়কে মুড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঢামেক হাসপাতাল মর্গের সামনে গণমাধ্যম কর্মীদের জানান, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের শরীর এতটাই পোড়া যে চেহারা চেনার উপায় নেই। অনেকের মরদেহের শুধু হাড় গোড় মিলেছে। যা ডিএনএ পরীক্ষা ছাড়া স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়।
এদিকে রাইজিংবিডির ঢামেক হাসপাতাল প্রতিনিধি বুলবুল চৌধুরী জানান, শুক্রবার (৯ জুলাই) দুপুর ৩ টার কিছু আগে ৫ টি অ্যাম্বুলেন্সে করে ৪৯ টি মরদেহ নিয়ে আসে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ। পরে সেগুলো রাখা হয়েছে হাসপাতাল মর্গে। এরইমধ্যে হাসপাতাল ও আশপাশের এলাকায় এসে স্বজনরা ভিড় করছেন। নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে দিচ্ছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের কারখানাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জুসের কারখানায় বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন দীর্ঘক্ষণ জলে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫২ জন মারা গেছেন।
ঢাকা/মাকসুদ/এমএম
- ৪ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আরও ২১ জনের মরদেহ হস্তান্তর
- ৪ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: মামলার তদন্তে সিআইডি
- ৪ বছর আগে সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন
- ৪ বছর আগে ‘শ্রম আইনের লঙ্ঘন হয়েছে সেজান জুস কারখানায়’
- ৪ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আহত শ্রমিকরা পেলেন চিকিৎসা সহায়তা
- ৪ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- ৪ বছর আগে ‘রূপগঞ্জে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
- ৪ বছর আগে নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৮
- ৪ বছর আগে নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ৪ বছর আগে ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার!’
- ৪ বছর আগে ‘২৪ টা ঘণ্টা মেয়ের লাশটা পড়ে ছিলো’
- ৪ বছর আগে রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ‘লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা’
- ৪ বছর আগে ‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’
- ৪ বছর আগে কারখানাটিতে দাহ্য পদার্থ ছিল: পুলিশ
- ৪ বছর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক