ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ১৪ জুলাই ২০২১   আপডেট: ২০:৪৪, ১৪ জুলাই ২০২১
সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার আট জনের মধ্যে দুজনকে জামিন ও  বাকি ৬ জনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ জুলাই) বিকেলে চার দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে মামলাটি উঠে।  আসামিপক্ষ সবার জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার আটজন হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম , তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব, তারেক ইব্রাহীম , তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, শাহান শান আজাদ, মামুনুর রশিদ ও  সালাউদ্দিন। এদের মধ্যে জামিন পেয়েছেন আবুল হাসেমের ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম। বাকিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৮ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ভয়াবহ অগ্নিকাণ্ড ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মারা গেছেন ৫২ জন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

রাকিব/এমএম

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়