ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১০ জুলাই ২০২১  
রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ‌্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুন লাগার দুই দিন পর শনিবার (১০ জুলাই) উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকেল ৫টায় ক্ষতিগ্রস্ত কারখানার সামনে সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।

আরো পড়ুন:

তিনি জানান, এ ভবনের ওপর তলার ছাদের মাঝখানের কিছু অংশ ধসে পড়েছে। এখন বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করে ভবনটি সিলগালা করার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

দেবাশীষ বর্ধন আরও জানান, কারাখানা ভবনে নানা রকম ত্রুটি ছিল। ভবন নির্মাণের জন‌্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের পাঁচ সদস‌্যের কমিটি তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ‌্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হাসেম ফুড অ‌্যান্ড বেভারেজ কোম্পানির ছয়তলা বিশিষ্ট কারখানা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

রাকিব/রফিক

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়