রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুন লাগার দুই দিন পর শনিবার (১০ জুলাই) উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের সবার লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ছয়তলা ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেল ৫টায় ক্ষতিগ্রস্ত কারখানার সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন।
তিনি জানান, এ ভবনের ওপর তলার ছাদের মাঝখানের কিছু অংশ ধসে পড়েছে। এখন বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করে ভবনটি সিলগালা করার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
দেবাশীষ বর্ধন আরও জানান, কারাখানা ভবনে নানা রকম ত্রুটি ছিল। ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের কমিটি তদন্ত করছে। পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ছয়তলা বিশিষ্ট কারখানা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
রাকিব/রফিক
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আরও ২১ জনের মরদেহ হস্তান্তর
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: মামলার তদন্তে সিআইডি
- ২ বছর আগে সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন
- ২ বছর আগে ‘শ্রম আইনের লঙ্ঘন হয়েছে সেজান জুস কারখানায়’
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আহত শ্রমিকরা পেলেন চিকিৎসা সহায়তা
- ২ বছর আগে ‘রূপগঞ্জে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
- ২ বছর আগে নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৮
- ২ বছর আগে নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ২ বছর আগে ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার!’
- ২ বছর আগে ‘২৪ টা ঘণ্টা মেয়ের লাশটা পড়ে ছিলো’
- ২ বছর আগে রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ‘লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা’
- ২ বছর আগে ‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’
- ২ বছর আগে কারখানাটিতে দাহ্য পদার্থ ছিল: পুলিশ
- ২ বছর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক
- ২ বছর আগে কম্পা মা তুই কোথায়, ফিরে আয় মা: বাবার আর্তনাদ
- ২ বছর আগে ‘নিহতদের অনেককে চেনার উপায় নেই’
- ২ বছর আগে ‘মেয়েকে কীভাবে বলবো, তার মা বেঁচে নেই’
- ২ বছর আগে মেয়ে বাঁচলেও মারা গেছেন মা মিনা
- ২ বছর আগে ‘অন্তত হাড়ের টুকরোগুলো পেলে কবর তো দিতে পারবো’
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: বিচার বিভাগীয় তদন্তের দাবি
- ২ বছর আগে ‘৪ তলার কেচি গেট বন্ধ থাকায় আগুনে পুড়েছে শ্রমিক’
- ২ বছর আগে ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর
- ২ বছর আগে না.গঞ্জে কারখানায় আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৫২
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: লাশের সংখ্যা বাড়ছে
- ২ বছর আগে কারখানায় আগুন: হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে জেলা প্রশাসন
- ২ বছর আগে রূপগঞ্জের জুস কারখানায় আগুন: তদন্ত কমিটি গঠন
- ২ বছর আগে নিয়ন্ত্রণে আসেনি রূপগঞ্জের জুস কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩
- ২ বছর আগে রূপগঞ্জে জুসের কারখানায় আগুন, ২ শ্রমিকের মৃত্যু
আরো পড়ুন