রূপগঞ্জে কারখানায় আগুন: আহত শ্রমিকরা পেলেন চিকিৎসা সহায়তা

নারায়ণগঞ্জ রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
শনিবার (১০ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিন শ্রমিকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। একই দিনে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদেরও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
ওই দুই হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকসহ আহত মোট ২২ শ্রমিককে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার করে মোট ১১ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া, নিহত যে তিন শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তাদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ করে মোট ৬ লাখ টাকা দেওয়া হচ্ছে। এ আর্থিক সহায়তার চেক আগামীকাল নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
ঢামেক হাসপাতালে আহত শ্রমিকদের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর শেষে শ্রম সচিব সাংবাদিকদের বলেছেন, ‘নিহত অন্য শ্রমিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর শ্রমিক কল্যাণ ফাউন্টেডশন তহবিল থেকে ২ লাখ টাকা করে তাদের স্বজনদের দেওয়া হবে।’
কারখানায় শিশুশ্রমের অভিযোগ সম্পর্কে সচিব বলেন, ‘কারখানা পরিদর্শন ব্যবস্থায় আমাদের নিজস্ব একটি পদ্ধতি আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘এই হাসপাতালে আহত শ্রমিকদের বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখানে চিকিৎসাধীন সব শ্রমিক ঝুঁকিমুক্ত।’
চিকিৎসা সহায়তার চেক হস্তান্তরকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমারসহ শ্রম মন্ত্রণালয় এবং দুই অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/আসাদ/রফিক
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আরও ২১ জনের মরদেহ হস্তান্তর
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: মামলার তদন্তে সিআইডি
- ২ বছর আগে সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন
- ২ বছর আগে ‘শ্রম আইনের লঙ্ঘন হয়েছে সেজান জুস কারখানায়’
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- ২ বছর আগে ‘রূপগঞ্জে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
- ২ বছর আগে নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৮
- ২ বছর আগে নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ২ বছর আগে ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার!’
- ২ বছর আগে ‘২৪ টা ঘণ্টা মেয়ের লাশটা পড়ে ছিলো’
- ২ বছর আগে রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ‘লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা’
- ২ বছর আগে ‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’
- ২ বছর আগে কারখানাটিতে দাহ্য পদার্থ ছিল: পুলিশ
- ২ বছর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক
- ২ বছর আগে কম্পা মা তুই কোথায়, ফিরে আয় মা: বাবার আর্তনাদ
- ২ বছর আগে ‘নিহতদের অনেককে চেনার উপায় নেই’
- ২ বছর আগে ‘মেয়েকে কীভাবে বলবো, তার মা বেঁচে নেই’
- ২ বছর আগে মেয়ে বাঁচলেও মারা গেছেন মা মিনা
- ২ বছর আগে ‘অন্তত হাড়ের টুকরোগুলো পেলে কবর তো দিতে পারবো’
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: বিচার বিভাগীয় তদন্তের দাবি
- ২ বছর আগে ‘৪ তলার কেচি গেট বন্ধ থাকায় আগুনে পুড়েছে শ্রমিক’
- ২ বছর আগে ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর
- ২ বছর আগে না.গঞ্জে কারখানায় আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৫২
- ২ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: লাশের সংখ্যা বাড়ছে
- ২ বছর আগে কারখানায় আগুন: হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ দেবে জেলা প্রশাসন
- ২ বছর আগে রূপগঞ্জের জুস কারখানায় আগুন: তদন্ত কমিটি গঠন
- ২ বছর আগে নিয়ন্ত্রণে আসেনি রূপগঞ্জের জুস কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩
- ২ বছর আগে রূপগঞ্জে জুসের কারখানায় আগুন, ২ শ্রমিকের মৃত্যু
আরো পড়ুন