ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিকট শব্দের পর লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে: দাবি মালিকের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৪১, ২৪ ডিসেম্বর ২০২১
বিকট শব্দের পর লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে: দাবি মালিকের

এমভি অভিযান-১০ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এমনটাই দাবি করেছেন পুড়ে যাওয়া লঞ্চের মালিক হামজা লাল শেখ।

পড়ুন: তিন তলা লঞ্চে যাত্রী ছিলো পাঁচ শতাধিক

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে হামজা লাল শেখ রাইজিংবিডিকে বলেন, লঞ্চের সুপারভাইজার আনোয়ার রাত আনুমানিক ৩টার দিকে আমাকে ফোন করে অগ্নিকাণ্ডের খবর দেয়। দোতলায় একটা বিকট শব্দে বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে কেবিন ও লঞ্চের পেছনের বিভিন্ন অংশে আগুন লেগে যায়। এরপর তৃতীয় তলার কেবিন ও নিচতলায় ছড়িয়ে পড়ে আগুন। কিছু যাত্রী পানিতে নেমে পড়ে। লঞ্চ ভেসে ওপারে যাওয়ার পর আরও কিছু যাত্রী নেমে যায়।

পড়ুন: দুর্ঘটনা কবলিত লঞ্চটির মালিকপক্ষকে পাওয়া যায়নি: ডিসি

তিনি বলেন, ওই লঞ্চে অন্তত ২১টি অগ্নি নির্বাপক যন্ত্র ছিল। কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে নেভানোর সময় পাওয়া পায়নি। তবে লঞ্চে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ত্রুটি থাকলে নামাতে পারতাম না। মাত্র দুই মাস হলো জাপানি নতুন ইঞ্জিন সংযোজন করেছি। ইঞ্জিনে আগুন লাগলে কখনো পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে না। বিকট শব্দে দোতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে ইঞ্জিন ও কেবিনের দিকে। 

পড়ুন: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুন, মৃত্যু বেড়ে ৩৬

এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আমার কোনো লঞ্চের ইন্সুরেন্স নেই। ইন্সুরেন্স লাগে না।

পড়ুন: লঞ্চে আগুন: দগ্ধ ৭২ জন শেবাচিমে ভর্তি 

 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মাকসুদ/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ