ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

‘চলতি বছরেই উন্মুক্ত হচ্ছে মেগা ৩ প্রকল্প’  

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:৩৮, ৪ জানুয়ারি ২০২২
‘চলতি বছরেই উন্মুক্ত হচ্ছে মেগা ৩ প্রকল্প’  

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেওয়া হবে। এই তিন মেগা প্রকল্প উন্মুক্ত হলে জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ২.৫০ শতাংশ বাড়বে। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ‌্য জানান।

তিনি জানান, পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল চলতি বছরের খুলে দেওয়ার বিষয়ে আজকের একনেক সভায় আলোচনা করা হয়। পদ্মা সেতু ২০২২ সালের জুন মাসে খুলে দেওয়া হবে। জুন মাসে পদ্মা সেতু নিয়ে যানবাহন চলাচল করবে। কর্ণফুলী টানেল চলতি বছরের অক্টোবরে খুলে দেওয়া হবে। এছাড়া, মেট্রোরেল খুলে দেয়া হবে ২০২২ সালের ডিসেম্বর মাসে।

জনশুমারি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোভিডের কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে।’ 

ঢাকা/হাসিবুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ