ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বার্ন ইউনিটে ভর্তি ২০

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৮ জুন ২০২২   আপডেট: ১০:৫৭, ৮ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: বার্ন ইউনিটে ভর্তি ২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় রবিবার (৫ জুন) থেকে বুধবার (৮জুন ) ভোর সাড়ে ৫টা পর্যন্ত ২০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন।

আরো পড়ুন:

আইয়ুব হোসেন জানান, দগ্ধ ২০ জনের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন-ফায়ার ফাইটার মো. রবিন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। গাউসুল আজম, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। মাকফারুল ইসলামের শরীরের ১২ শতাংশ এবং ফরমানুল ইসলামের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

এ চারজন ছাড়া বাকি ১৬ জনকে পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসা চলছে। তারা হলেন- মো.রুবেল মিয়া (৩৪), মো. ফারুক হোসেন (১৬), মো. হোসেন মহিবুল্লাহ (২৭), মো. আমিন (৩২), মো. মইনুল হক (৪০), মো. রাসেল (৩৯), মো. ফারুক হোসেন (৪৫), মো. খালেদুর রহমান(৫৮), একেএম মাকফারুল ইসলাম (৬৫), এস আই কামরুল ইসলাম (৩৭), মো. নজরুল মন্ডল (৩৮), মো. সজীব মিয়া (৩৫), মো. এনামুল (২৫), মো. বদরুজ্জামান রুবেল (১৮), মো. সুমন হাওলাদার (৩৪) ও মোহাম্মদ শরীফ (১৮)।

এদের মধ্যে তিনজন রোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন- খালেদুর রহমান (৫৮) ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের (কোভিড) শাখায়। রাসেল( ৪২) ও এনামুল ইসলাম ঢাকা মেডিক্যালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

বুলবুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়