ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

‘অর্ডার অব রিও ব্র্যাঙ্কো’ পদক পেয়েছেন আবিদা ইসলাম

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৮ জুন ২০২২  
‘অর্ডার অব রিও ব্র্যাঙ্কো’ পদক পেয়েছেন আবিদা ইসলাম

ব্রাজিলের রাষ্ট্রীয় সম্মানসূচক পদক ‘অর্ডার অফ রিও ব্র্যাঙ্কো’ পেয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজরা ডি অলিভেরা জুনিয়রের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

আবিদা ইসলাম বলেন, ‘দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে মহাপরিচালক (আমেরিকা) হিসাবে অবদান রাখায় ব্রাজিল সরকারের কাছ থেকে ‘অর্ডার অফ রিও ব্র্যাঙ্কো’ পদক পেয়েছি।’

উল্লেখ্য, আবিদা ইসলাম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি।

কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়