সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছি: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দ্রুত দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। এসময় মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি, রহস্য উদঘাটনের।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন সোহেল। এসময় ডিআরইউর ইসি সদস্য ইসমাইল হোসেন রাসেল, সিনিয়র সদস্য মোতাহের হোসেন, মেহেদী আজাদ মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের পর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ডিআরইউর স্মারকলিপি আমি র্যাবের ডিজিকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি একটা কিছু যেন তারা জানান, সেই নির্দেশনা তাদের দেওয়া হবে। আমরা চেষ্টা করছি, রহস্য উদঘাটনের। সাংবাদিক নেতাদেরও বলেছি, আপনাদের কাছেও যদি কোনও তথ্য থাকে, সেগুলো আমাদের জানালে সেটিও দেখবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউ স্মারকলিপি দিয়েছে। বিচার তো আমরা করতে পারবো না, আমরা তদন্ত রিপোর্ট দিতে পারবো। চেষ্টা করছি, অনেক বছর তো হয়ে গেছে। আমরাও চাই, এ রহস্য উন্মোচিত হোক। উদীয়মান দুই সাংবাদিক, যাদের অনেক প্রতিভা ছিল, তারা দেশকে অনেক কিছু দিতে পারতেন। তারা আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরাও চাই, কেন এ হত্যাকাণ্ড হয়েছে, সেটি উদঘাটন করতে।’
নঈমুদ্দীন/এনএইচ
আরো পড়ুন