ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জীবনের সব সম্বল পুড়ে ছাই’

রায়হান হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৬ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:৪৫, ১৬ এপ্রিল ২০২৩
‘জীবনের সব সম্বল পুড়ে ছাই’

নিউ সুপার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জীবনের সব সম্বল পুড়ে ছাই হয়ে গিয়েছে মো. হোসেনের। 

শুক্রবার (১৫ এপ্রিল) অগ্নিকাণ্ডে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় তার পাঁচটি দোকানের মধ্যে তিনটি পুড়ে গেছে। এরমধ্যে একটি দোকানের ক্যাশে রাখা পাঁচ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। 

আরো পড়ুন:

রোববার (১৬ এপ্রিল) সকালে কথা হয় তার সঙ্গে। ক্যাশ থেকে পোড়া পাঁচ লাখ টাকা বের করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মো. হোসেন বলেন, আমার জীবনের সব সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। আমি পথের ফকির হয়ে গেছি। ঈদকে কেন্দ্র করে ৬০ লাখ টাকার নতুন পণ্য উঠিয়েছিলাম।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণকালে ফায়ার সার্ভিসের ২৫ জনসহ মোট ৩১ জন অসুস্থ হয়ে পড়েন। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়