ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট ২৯ মে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৭ এপ্রিল ২০২৪  
উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট ২৯ মে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ৩১তম সভা শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের সচিব বলেন, ১১২টি উপজেলার মধ্যে ২১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন হবে। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এদিকে, আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার ছিল ১৫০টি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়